top of page
Writer's pictureBSP

অগভীর অস্তিত্বের একটা দিন (A day of shallow existence)

ঠিক বেঠিকের হিসাব

আর চারপাশ, ওপর নিচ, ফাঁপা।

ধোঁয়াও থাকতে চায় না ধারেকাছে।

বন্ধ জানলা দিয়ে

অন্ধকারের যাতায়াত।

বাল্ব গিয়ে এখন এল.ই.ডি'র যুগ,

বেশ তো, উষ্ণতার বদলে তীব্রতা,

কিছু আয়নায় তোমার প্রতিফলন

আকাশছোঁয়া। কখনও ভালোবেসেছিলে?

টেক্কাটা আস্তিন লুকোয়

ভোকাট্টা পুরোনো সুতো।

শ্মশানবন্ধু ভাড়ায় মেলে আজকাল।

স্মার্টফোন বলে দেবে সব, শুধু,

কথা বলবে না। করতালি চাইলে

করতালিই পাবে, শরীর চাইলে সেটাও।

নাকউঁচু বহুতলের

মিথ্যে কিছু ভিত্।

কড়কড়ে পাচঁ'শোর নোটে ছোট্ট জগৎ কিনে

বাড়ি ফিরবে রাতে। এক'শো তেত্রিশ কোটির

সাথে ঘুমিয়ে পড়বে টুপ করে।

অগণিত তারাদের মাঝে হীরে তুচ্ছ।


----নির্ঝর দাস Translation:


On the reckoning of right and wrong,

It’s just empty all around--- hollow.

Even the vortex of smoke wants to escape.

The closed window serves as the passage of

Darkness.

LED lights have replaced the electric bulbs,

That’s alright---acridity in lieu of warmth.

Your reflection on some mirrors is sky-high.

Did you ever love?

The sleeve hides the Ace of Hearts,

The kite-line of memories gets cut.

These days, one can even hire bearers

for one’s corpse to the crematorium.

The all-knowing smartphone will tell you

everything,

But it won’t talk to you.

If you want applause, you will get it,

If you ask for warm flesh, that too.

Arrogant sky-scrapers are built on false

foundations.

Having bought a tiny world for a fresh five-

hundred rupees note,

You return home at night.

Then you fall asleep along with the one

hundred and thirty-three crores.

Diamond is insignificant amidst the

countless stars.


------ Nirjhar Das

28 views0 comments

Recent Posts

See All

Comments


bottom of page